সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডা. আতাউর রহমান। এক বিবৃতিতে তিনি নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. আতাউর রহমান বলেন,
“এই দুর্ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি জাতির জন্য এক অন্ধকার অধ্যায়। যারা চলে গেছেন, তারা ছিলেন আমাদের স্বপ্ন, তারা ছিলেন সম্ভাবনার আলোকবর্তিকা। আজ আমরা শুধু মানুষ হারাইনি, হারিয়েছি একেকটি আলোকিত ভবিষ্যৎ।”
তিনি আরও বলেন,
“প্রতিটি প্রভাত আমাদের মনে করিয়ে দেবে তাদের না-থাকার যন্ত্রণা। আমরা শোকাহত, ব্যথিত—কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তরিত করে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”
রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়,
"আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
শোকবার্তায় ফাউন্ডেশন আশাবাদ ব্যক্ত করে যে,
এই শোকজনক ঘটনা জাতিকে নতুনভাবে ভাবতে শেখাবে—নিরাপত্তা, মানবিকতা ও দায়িত্ববোধের জায়গাগুলোতে আরও যত্নবান হওয়ার আহ্বান জানায়।
🎗 ঘটনার প্রত্যেকটি মুহূর্ত আজও দাগ কেটে আছে জাতির হৃদয়ে। আর সেই ব্যথিত হৃদয় থেকেই উঠে এসেছে ডা. আতাউর রহমানের এই মানবিক আহ্বান — ‘শোককে শক্তিতে রূপ দাও।’