সারা দেশের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে এবং দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ তফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলন বড় ভূমিকা রাখতে পারে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমবায়ভিত্তিক সমাজ গঠনই টেকসই উন্নয়নের চাবিকাঠি; সকলের অংশগ্রহণে এ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
এ সময় দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, কৃষক বাংলা বহুমুখী সমবায় সমিতি (নয়াপুর ও সোনাবসা), ক্রিয়েটিভ মাল্টিপারপাস কো-অপারেটিভ (সোনারগাঁ), ও সততা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (পঞ্চমীঘাট, সাদিপুর) — এসব প্রতিষ্ঠানের ৬ জন সফল সমবায়ী সংগঠন ও সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে অংশগ্রহণকারীদের ঐক্য, উৎসাহ ও উদ্দীপনা, যা প্রমাণ করে—“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” কেবল একটি প্রতিপাদ্য নয়, বরং বাস্তবায়নের প্রতিশ্রুতি।